মাঙ্কিপক্সের আতঙ্ক

Must read

ভারতেও (India) ছড়িয়ে পড়ল মাঙ্কিপক্সের (Monkeypox) আতঙ্ক। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Gaziabad, Uttar Pradesh) ৫ বছরের এক নাবালিকার শরীরে মাঙ্কিপক্সের (Monkeypox) লক্ষণ দেখা গিয়েছে। যে কারণে ওই নাবালিকার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই বছর পাঁচেকের ওই নাবালিকার শরীরে র্যা শ বেরিয়েছে। হাত ও পায়ে ফোস্কার মতো কিছু গুটি দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে জ্বর। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই শিশুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, শিশুটির বিদেশ ভ্রমণ করার কোনও রেকর্ড নেই। বিদেশ ফেরত কোনও মানুষের সংস্পর্শেও আসেনি সে। তবে রিপোর্ট পেলেই জানা যাবে এই শিশুটির প্রকৃতই কী রোগ হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় গোটা মন্ত্রিসভার পদত্যাগ

Latest article