ওড়িশায় গোটা মন্ত্রিসভার পদত্যাগ

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশে শনিবার ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন (All Odisha Ministers Resign)। ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে দল ও সরকারকে শক্তিশালী করতেই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা ঢেলে সাজাতে চাইছেন। সে কারণেই মন্ত্রিসভার সব সদস্যকে পদত্যাগ (All Odisha Ministers resign) করার নির্দেশ দেন নবীন। নতুন করে মন্ত্রিসভা গঠন করবেন বিজেডি প্রধান। রবিবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে। বিধানসভার অধ্যক্ষ সূর্যনারায়ণ পাত্রও পদত্যাগ করেছেন। রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে রাজভবনের কনভেনশন হলে নতুন মন্ত্রীরা শপথ নেবেন। নতুন মন্ত্রিসভায় বেশ কিছু পুরনো মুখ বাদ পড়তে পারে। স্বাভাবিকভাবেই উঠে আসবে বেশ কিছু নতুন মুখ। মনে করা হচ্ছে, নয়া মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন কেওনঝাড় থেকে বদ্রীনারায়ণ পাত্র, বালাসোর থেকে অশ্বিনী পাত্র, ময়ূরভঞ্জ থেকে বাসন্তী হেমব্রম, কেন্দ্রপাড়া থেকে অতনু সব্যসাচী নায়ক প্রমুখ।

Latest article