প্রতিবেদন : সম্প্রতি ভবানীপুরের বিখ্যাত শীতলা মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) হয়ে পড়েছিলেন স্মৃতিমেদুর। জানিয়েছিলেন, ওই এলাকারই একটি স্কুলে তিনি ৬০ টাকা বেতনে শিক্ষকতার কাজ করতেন এক সময়। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কর্মস্থল সেই মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে এবার বিশেষ নজর দিল রাজ্যের শিক্ষা দফতর। জানা যাচ্ছে, প্রাইমারি স্কুলটির পরিকাঠামো নতুন করে সাজানো হবে। এলাকার পড়ুয়াদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে স্কুলটিকে ইংরেজি মাধ্যমে বদলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। তাঁর বাড়ির কাছেই পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকার বাসিন্দারা জানতে পারেন, বাড়ির মালিক জায়গাটি এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে। ফলে অস্তিত্বের সংকট দেখা দিয়েছে স্কুলটির। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। কারণ, শিক্ষা দফতরের উদ্যোগেই স্কুলটিকে নতুন চেহারা দেওয়া হবে। প্রাথমিক স্কুলটিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করা হবে। স্বভাবতই ভবানীপুরের কাঁসারিপাড়া এলাকায় এখন খুশির হাওয়া। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও উচ্ছ্বসিত। তাদের দাবি, ৭১ নম্বর ওয়ার্ডে ৪২টি বস্তি রয়েছে। দামি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের পড়ানোর মতো ক্ষমতা নেই এখানকার বেশির ভাগ বাসিন্দার। তাই এই স্কুলটি ইংরজি মাধ্যম হওয়ার খবরে সকলেই খুব খুশি। বিনামূল্যে তাঁরাও এ বার ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়াতে পারবেন।
আরও পড়ুন: পরিবেশবান্ধব গাড়ি পেল কলকাতা পুলিশ