পরিবেশবান্ধব গাড়ি পেল কলকাতা পুলিশ

Must read

প্রতিবেদন : বিশ্ব পরিবেশ দিবসে ১৭টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। এই উপলক্ষ্যে এদিন সকালে কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়দানে কলকাতা পুলিশের তাঁবুতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, সাংসদ ও অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী-সহ কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিকরা। পুলিশের ব্যবহারের জন্য ১৭টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ দূষণের কারণে নিজেদের অনেক পুরনো গাড়ি সম্প্রতি বাতিল করেছিল পুলিশ। পরিবেশ বান্ধব গাড়ির জন্য একটি বেসরকরি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। এদিন তাঁরা ১৭টি গাড়ি তুলে দিলেন পুলিশ কর্তাদের হাতে। সবুজ পতাকা নাড়িয়ে গাড়িগুলির যাত্রাপথের শুভ সূচনা করেন, দেব, রুক্মিণী ও নগরপাল বিনীত গোয়েল। এরপর দেব ও রুক্মিণী ক্লাব তাঁবুর পাশে বৃক্ষরোপণ করেন। পরে পুলিশ ফুটবল টিমের জার্সির উদ্বোধন করেন তাঁরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন রাজ্যজুড়ে একাধিক অনুষ্ঠান হয়। কলকাতার পাশাপাশি দূষণমুক্ত শহর গড়ার বার্তা নিয়ে এদিন হাওড়ার পথে নামে তৃণমূল কংগ্রেস। হাওড়া সদরের প্রাক্তন তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির নামে এক একটি গাছের নামকরণ করেন। সেই সঙ্গে মানুষকে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে তাঁর নেতৃত্বে একটি সাইকেল মিছিলও করা হল। বেলগাছিয়া ছাত্রমিলন ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পি রোডের অভিযাত্রী সংঘের ময়দানে এসে শেষ হয় মিছিল। মিছিলে শতাধিক তৃণমূল কর্মী-সমর্থকরা সামিল হয়েছিলেন। মিছিলের শেষে ১৮টি প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, ‘সবুজশ্রী’, ‘খাদ্যসাথী’, ‘স্নেহালয়’, ‘উৎকর্ষ বাংলা’র মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির নামানুসারে গাছগুলির নামকরণ করা হয়। এছাড়াও বারাসাত এসএফ রেঞ্জের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল বারাসত রথতলা রেঞ্জ অফিসে। স্বচ্ছ অভিযানের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে চারা গাছ লাগানোর উদ্যোগ নেয় বারাসাত এসএফ রেঞ্জ অফিস। এছাড়া শনিবার সন্ধেয় স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনার নিউব্যারাকপুর পুরসভার উদ্যোগে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহারের বিরুদ্ধে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। অংশ নেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুর এলাকার ১৩টি বাজার ব্যবসায়ী সমিতি, ক্লাব এবং সংগঠন। পুর এলাকার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষানুরাগী এই সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছায়াহীন বিরল মুহূর্ত দেখল কলকাত

Latest article