ছায়াহীন বিরল মুহূর্ত দেখল কলকাত

Must read

প্রতিবেদন : কয়েক মুহূর্ত মাত্র। তাতে কী! মহাজাগতিক ম্যাজিকে মাত হয়ে গেল কলকাতা। রবিবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট। বিরল ছবি দেখল মহানগর। কয়েক মিনিটের জন্য ছায়াহীন (No shadow Day) হয়ে গেল চরাচর। গাছপালা-বাড়িঘর, বহুতল, উড়াল পুল, মানুষ সবই রইল। কেবল মাটিতে পড়ল না কোনও ছায়া (No Shadow Day)। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হল এই অবাক করা ঘটনা। নো শ্যাডো ডে বা ছায়াহীন দিবস! এমন ঘটনা সচরাচর ঘটে না। তবে ঘটল এদিন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিশ্বের যে সব দেশ রয়েছে রবিবার তারাই ছায়াহীন হয়ে পড়েছে। এই ছায়াহীন ম্যাজিক সচরাচর না-ঘটলেও ফের জুলাই মাসের ৭ তারিখ এই ম্যজিকের রিপিট শো দেখবে কলকাতা। সেদিনও এই বিরল ঘটনার স্থায়ী হবে মাত্র কয়েক সেকেন্ড। কলকাতা এবং সংলগ্ন এলাকাতেই দেখা যাবে এই বিরল ঘটনা।

আরও পড়ুন: শ্যামলের লক্ষ্য ৫ হাজার বৃক্ষরোপণ

Latest article