সংবাদদাতা, বনগাঁ : গাইঘাটায় রাজ্য সড়কের পাশে সারি দেওয়া ৩০-৩৫টি প্রাচীন শিরিষ গাছের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। গাছ ভেঙে দুর্ঘটনার আশঙ্কায় গাছগুলি কেটে ফেলার দাবি এলাকাবাসীর। অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে গাছগুলিকে মেরে ফেলা হয়েছে। তদন্তের দাবি তুলেছেন পরিবেশপ্রেমীরা। পরিবেশ বাঁচাতে গাছ বাঁচানোর কথা বলছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন-ইঞ্জেকশন নিয়ে উইম্বলডনে খেলতে চাই না : নাদাল
সেখানে গাইঘাটা ব্লকের ঝাউডাঙাতে বনগাঁ-পাঁচপোতা রাজ্য সড়কের উপরে ৩০-৩৫টি শিরিষ গাছের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। যখন-তখন রাস্তার উপরে ভেঙে পড়ছে গাছের ডাল। পাশ দিয়েই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থাকায় রাস্তায় সর্বক্ষণ পাহারা দেয় বিএসএফ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরও। ঝোড়ো হাওয়া দিলে ভয় নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষদের। এলাকার বাসিন্দারা গাছের মৃত্যু নিয়ে ধোঁয়াশায়। তাঁদের দাবি, কেন গাছের মৃত্যু তার তদন্ত হওয়া উচিত, সেই সঙ্গে গাছগুলোকে কেটে নতুন করে গাছ লাগানো হোক।