ব্যুরো রিপোর্ট : ‘শ্রমবিরোধী বিজেপি সরকার নিপাত যাক’। প্রতিবাদ মিছিলের শেষ দিনে এই স্লোগানে গর্জে উঠলেন মানুষ। ১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা। বকেয়া শ্রমিকদের পারিশ্রমিক। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু’দিন ধরে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ মিছিল। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় পোস্টার হাতে প্রতিবাদে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা। আর এই প্রতিবাদে পা-মেলালেন অগুনতি সাধারণ মানুষও।
আরও পড়ুন-টোটো জনজাতির সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী
সোমবার শিলিগুড়ির মাটিকাটা ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মিসভা হয়। ছিলেন অলক চক্রবর্তী, মাটিগাড়া ব্লকের নির্বাচনী অবজারভার মদন ভট্টাচার্য, জ্যোতি তির্কি। পুরাতন মালদহে হল প্রতিবাদ মিছিল। মৃণালিণী মাইতি সহ ছাত্র, যুব, মহিলা সংগঠনের নেতারা ছিলেন। বালুরঘাটেও হল প্রতিবাদ মিছিল। ছিলেন উজ্বল বসাক, প্রদীপ্তা চক্রবর্তী, রাকেশ শীল প্রমুখ।