দালাল তাড়ালেন পুরপ্রধান রবীন্দ্রনাথ

মঙ্গলবার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ পুরসভায় ঢোকার সময় এই দালালদের দেখতে পান। তারপর গাড়ি থেকে নেমেই দালালদের লক্ষ্য করে তাড়া করেন

Must read

সংবাদদাতা, কোচবিহার : দালাল তাড়ালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ট্রেড লাইসেন্স, সার্টিফিকেট, পানীয় জল, সেপটিক ট্যাঙ্ক-সহ একাধিক সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কোচবিহার নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ ওঠে দালাল চক্রের বিরুদ্ধে। এই অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ পুরসভায় ঢোকার সময় এই দালালদের দেখতে পান। তারপর গাড়ি থেকে নেমেই দালালদের লক্ষ্য করে তাড়া করেন।

আরও পড়ুন-১১ বছরে ১০ লক্ষ শংসাপত্র বিলি

পুলিশে জানানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ১০ জন দালালকে চিহ্নিত করা হয়েছে। পুরপ্রধান জানান, ‘‘এখানে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে। তারা টাকা নিয়ে বেআইনি কাজ করছে। যার ফলে পুরসভা রেভিনিউ পেত না। কয়েকদিন আগে ওদের ধমক দিয়ে এলাকাছাড়া করা হয়েছিল। ফের সক্রিয় হয়েছে। আমি খুব শীঘ্রই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাব। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা হবে না। যথাযোগ্য ব্যবস্থা নিয়ে দমন করা হবে।’’

Latest article