১১ বছরে ১০ লক্ষ শংসাপত্র বিলি

পরিবর্তনের সরকারের ১১ বছরে মালদহ জেলায় রেকর্ড পরিমাণে তফসিলি ও উপজাতি সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র বিতরণ করা হয়েছে

Must read

সংবাদদাতা, মালদহ : পরিবর্তনের সরকারের ১১ বছরে মালদহ জেলায় রেকর্ড পরিমাণে তফসিলি ও উপজাতি সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র বিতরণ করা হয়েছে। মালদহ জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আধিকারিক বিজয় মোক্তান জানান, ‘‘১১ বছরে মালদহ জেলায় প্রায় ১০ লক্ষ জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে।’’ জেলায় মোট ৯১৪৮০৭ জন তফসিলি ও উপজাতি সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র প্রদান করে এক বিরল নজির স্থাপন করেছে মালদহ জেলা প্রশাসন।

আরও পড়ুন-দম্পতির খুনিকে খুঁজে বের করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, পরিবারে টানাপোড়েনের জেরেই কি খুন?

যা জেলার ইতিহাসে রেকর্ড। মালদহ জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২০১১-১২ অর্থবর্ষে ২৫৮২৪, ২০১২-১৩ তে ৮৩৮৮৫, ২০১৩-১৪ মরশুমে ৬৫৭৮৪, ২০১৪-১৫ সালে ৩২৬৬৮, ২০১৫-১৬ তে ৩৬৮১১, ২০১৬-১৭ বর্ষে ৪৯৫১৮, ২০১৭-১৮ বছরে ৩৩৭৮৪, ২০১৮-১৯ সালে ৬৩২৪১, ২০১৯-২০ তে ৪৮২১১। ২০-২১ বর্ষে রাজ্য সরকার বাংলা জুড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ঘোষণা করে। আর এই আর্থিক বছরে মালদহ জেলায় তফসিলি ও উপজাতি সম্প্রদায়ের ১,৭৭৬৬৭ মানুষের হাতে জাতিগত শংসাপত্র প্রদান করেন জেলা প্রশাসন। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে ২০২১-২২ বর্ষ। এই আর্থিক বছরে রেকর্ড পরিমাণে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন-শাক দিয়ে মাছ ঢাকছে বিজেপি

২,৯৭৪১৪ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। যা মালদহ জেলা জুড়ে এক নজির তৈরি করেছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমেই তা সম্ভব হয়েছে বলে মালদহ জেলা প্রশাসন জানিয়েছে। বাম সরকারের আমলে যা হয়নি, তৃণমূল কংগ্রেস অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মাধ্যমে জাতিগত শংসাপত্র প্রদান করে এক অনন্য নজির সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে বলেছেন, জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে যেন অনর্থক দেরি না করা হয়। মালদহ জেলা পরিষদ দ্রুততার সঙ্গে সেই কাজই করছে।

Latest article