আগামী ২৪ জুলাই মেয়াদ শেষ হতে চলেছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৩টেয় দেশের রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৮ জুলাই হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং ভোট গণনা হবে ২১ জুলাই। প্রার্থীরা ২৯ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২ জুলাই।
প্রসঙ্গত, দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। ১৪ জুলাই ২০১৭ থেকে এই দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। নিজের কার্যকালে বিশ্বের ২৮ টি দেশে সফর করেছেন তিনি। ৬ টি দেশ থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান। সংবিধানের ৬২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) করতে হবে। সেই মতো দেশের ইতিহাসে ১৭ তম রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে এবার।
আরও পড়ুন-অসমে কিট কেলেঙ্কারি, সিবিআই চাইল তৃণমূল
উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা, যা হল – লোকসভা এবং রাজ্যসভা। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাও এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।