অসমে কিট কেলেঙ্কারি, সিবিআই চাইল তৃণমূল

হিমন্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি

Must read

প্রতিবেদন : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করল তৃণমূল৷ পিপিই কিট কেলেঙ্কারি (Assam PPE Kit Case) নিয়ে হিমন্তের বিরুদ্ধে সিবিআই চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দিলেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা (Ripun Bora)৷ পাশাপাশি বুধবার গুয়াহাটিতে রাজভবন অভিযান করে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাল দল৷

আরও পড়ুন: সব ধর্মের প্রতি সহিষ্ণু হওয়ার পরামর্শ ভারতকে, বার্তা রাষ্ট্রসংঘের

করোনা মহামারীর সময় যখন দেশজুড়ে পিপিই কিট (Assam PPE Kit Case) নিয়ে হাহাকার চলছিল তখন ৬০০ থেকে ৭০০ টাকার কিট অসম সরকার ২২০০ টাকা দরে কেনে বলে অভিযোগ৷ এই দুর্নীতিতে প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার বলে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷ এই কেলেঙ্কারির উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অসম তৃণমূল সভাপতি লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে আপনি যখন ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বলছেন তখন কীভাবে আপনার দলের সরকার এতবড় দুর্নীতিতে ডুবে? অবিলম্বে সিবিআই তদন্ত হোক৷ দুর্নীতির ইস্যুতে রাজ্যে চাপ বাড়ানো হবে বলে জানিয়েছে তৃণমূল৷

Latest article