প্রতিবেদন : একসময় তিনি সমাজ গড়ার শিক্ষা দিতেন ছাত্রছাত্রীদের। ছিলেন কানসাসের একটি স্কুলের দিদিমণি। পরে ধ্যানধারণা পাল্টায়। আমূল বদলে যায় জীবনের লক্ষ্য। চক-ডাস্টার ছেড়ে অ্যালিসন ফ্লুক এক্রেন হাতে তুলে নেন অ্যাসল্ট রাইফেল, বাজুকা, গ্রেনেড। সমাজ গড়ার বদলে তিনি তৈরি করেছেন কয়েকশো মহিলা জঙ্গি।
আরও পড়ুন-দিল্লির কোর্টে ব্যাপক ধাতানি খেল সিবিআই
আমেরিকার একটি আদালতে স্বীকারও করেছেন সেই কথা। সিরিয়ার আইএস জঙ্গিগোষ্ঠীর সক্রিয় সদস্য অ্যালিসনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারকরা। তাঁর বিরুদ্ধে আমেরিকার মাটিতে একাধিক নাশকতার ঘটনার যোগ রয়েছে। অভিযোগ, তিনিই শপিং মল এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানোর জন্য জঙ্গি নিয়োগ করেছেন। কারণ, তিনি ছিলেন আইএসের ব্যাটালিয়ন কম্যান্ডার। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই কবুল করেছেন অ্যালিসন। জানিয়েছেন, ২০১৪ সালে সিরিয়ায় গিয়ে আইএসে নাম লেখানোর পরে তাঁকে নতুন পরিচয় দেওয়া হয়। উম্মে মহম্মদ আল-আমরিকি ওরফে উম্মে জাব্রিল। ২০১৬-য় মহিলা ব্যাটালিয়নের দায়িত্ব পান তিনি।
আরও পড়ুন-বাজওয়ার দিন শেষ?
অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণের পাশাপাশি মহিলা শিক্ষানবিশদের গাড়ি চালানো এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর শিক্ষা দেওয়ায় দায়িত্ব পান তিনি। অ্যালিসনের বিরুদ্ধে নাশকতাযোগে ২০১৯ সালে চার্জ গঠন করা হলেও অনেক পরে তিনি ধরা পড়েন। তাঁকে আমেরিকায় ফেরত আনা হয়।