খুলল জাপান

জাপান সরকার ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চিন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দেশের পর্যটকদের ভিসা ইস্যু করছে।

Must read

অবশেষে দরজা খুলল জাপান। অতিমারিকালে বিদেশিদের ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল উদিত সূর্যের দেশ। শুক্রবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। অর্থাৎ, টানা দু’ বছর পর বিদেশি পর্যটকদের স্বাগত জানাবে জাপান। খুলে দেওয়া হচ্ছে সব বিমানবন্দর। প্রাথমিকভাবে বিশ্বের ৯৮টি দেশের পর্যটকের জন্য জাপান দরজা খুলেছে। জানিয়েছে জাপান টাইমস।

আরও পড়ুন-শিক্ষিকা থেকে আইসিস জঙ্গি, ২০ বছরের জেল অ্যালিসনের

জাপান সরকার ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চিন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দেশের পর্যটকদের ভিসা ইস্যু করছে। জানা যাচ্ছে, জুনের শেষবেলায় বিশ্বের সব দেশের পর্যটকদের জন্যই দরজা খুলে দেবে জাপান। জাপানের পরিবহণ ও পর্যটন মন্ত্রী তেতস্যু সাইতো জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতির উপর নজর রেখেই আমরা বিদেশি পর্যটকদের স্বাগত জানাব। চলতি বছরের মার্চ মাস থেকে জাপান পর্যায়ক্রমে ব্যবসায়ী, ছাত্র এবং বিদেশে বসবাসকারী জাপানি নাগরিদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল।

Latest article