৮০ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল ১১ বছরের এক বালক। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chattisgarh) জঙ্গিরচম্পা জেলার পিহৃদ গ্রামে। ঘটনার খবর পেয়ে ওই বালককে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশ সুপার বিজয় আগরওয়াল জানিয়েছেন, কুয়োয় পড়ে যাওয়া ওই বালকের নাম রাহুল সাহু। তার বাড়ির পিছন দিকেই ছিল ওই পরিতক্ত কুয়োটি। শুক্রবার দুপুরে রাহুল কোনওভাবে ওই কুয়ােয় পড়ে যায়। তার চিৎকার শুনে প্রথমে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু সফল না হওয়ায় তাঁরা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানান। বিকেল চারটে নাগাদ শুরু হয় উদ্ধার অভিযান (Chhattisgarh)। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যাতেও রাহুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। কুয়োর মধ্যে অক্সিজেন পাঠানো হয়। ওই বালককে উদ্ধারের জন্য পরিত্যক্ত কুয়োর পাশেই আরও একটি কুয়ো খনন করা হয়।
আরও পড়ুন: সোনিয়াকে তলব