সোনিয়াকে তলব

Must read

ন্যাশনাল হেরল্ড মামলায় (National Herald Case) সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ২৩ জুন কংগ্রেস সভানেত্রীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৮ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। কিন্তু এই প্রবীণ নেত্রী করোনা আক্রান্ত হওয়ায় তিনি ইডির সামনে হাজির হতে পারেননি। তাই নেত্রী তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চেয়েছিলেন। সোনিয়ার অনুরোধ মেনেই ইডি তাঁকে ২৩ জুন হাজিরা দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে এই মামলায় (National Herald Case) রাহুল গান্ধীকে ১৩ জুন হাজিরা দেওয়ার জন্য বলেছে ইডি। গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগ, ন্যাশনাল হেরল্ড সংবাদপত্রটি অধিগ্রহণের সময় তারা ঘুরপথে কোটি কোটি টাকার সম্পত্তি করে নিয়েছেন। এমনকী, কংগ্রেসের দলীয় তহবিলে টাকাও ঘুরপথে গান্ধীদের অ্যাকাউন্টেই গিয়েছে। স্বাভাবিকভাবেই সোনিয়া গান্ধী (Sonia Gandhi) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: সলমনকে টার্গেট

Latest article