প্রতিবেদন : ২০২১ সালের ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলার (Mon District in Nagaland) ওটিং গ্রামে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন গ্রামবাসী। সেনাবাহিনীর এই হত্যালীলার খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ। দাবি উঠেছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করা তো দূরের কথা, সংসদে শুধুমাত্র দুঃখপ্রকাশ করে দায় সেরেছিলেন শাহ। সেনাবাহিনীর সেই গণহত্যার ঘটনায় চার্জশিট পেশ করল নাগাল্যান্ড পুলিশ (Nagaland Police)। ওই চার্জশিটে সেনাবাহিনীর এক অফিসার ও ২৯ জন জওয়ানের নাম আছে। অভিযুক্ত ৩০ জনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে নাগাল্যান্ড পুলিশ (Nagaland Police)। চার্জশিটে (Chargesheet) পুলিশের দাবি, সেনাবাহিনী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর না মানার ফলেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। উল্লেখ্য, ওই হত্যাকাণ্ডের বিষয়ে সেনাবাহিনীর দাবি ছিল, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন ট্রাকে করে মায়ানমার সীমান্ত (Myanmar Border) থেকে জঙ্গিদের পাচার করা হচ্ছে। তাই তাঁরা বিভিন্ন ট্রাকে তল্লাশি চালাচ্ছিলেন। যদিও যাঁরা সেনার গুলিতে মারা যান তাঁরা সবাই ছিলেন নিরীহ শ্রমিক ও গ্রামবাসী৷
আরও পড়ুন: বিজেপির বুলডোজার মন্তব্য, অশান্তি