সংবাদদাতা, মালদহ: গোটা রাজ্যে বিজেপি ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে। শোচনীয় অবস্থা হয়েছে একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএমেরও। মালদহেও এই দুই দলের অবস্থা বড় করুণ। বিজেপি এবং সিপিএম কর্মী-সমর্থকেরা বুঝতে পেরেছেন এ রাজ্যে উন্নয়নে তাঁদের দলের কোনও ভূমিকা নেই। তারা রাজ্য রাজনীতিতে একরকম তাৎপর্যহীন। তাই দলে দলে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিজেপির পরে এবার সিপিএমেও শুরু হল ভাঙন। সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা মোকবেল মিঞা প্রায় এক হাজার দলীয় কর্মী-সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
আরও পড়ুন : তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের কালীতলার দলীয় কার্যালয়ে ওঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। এদিনের এই যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের পুরাতন মালদহ শহর কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য-সহ বেশ কিছু দলীয় নেতা-কর্মীও উপস্থিত ছিলেন। কৃষ্ণেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান-সহ প্রায় এক হাজার সিপিএম কর্মী-সমর্থক। তাঁদেরকে আমরা সম্মানের সঙ্গে দলে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মোকবেল বলেন, উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছি। এতদিন সিপিএম দলে থেকে মর্যাদাটুকু পাইনি। এবার এই দলের একজন সৈনিক হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই।