তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । আগামী ৬ অগাস্টে গিয়ে কলকাতায় ফিরবেন ৯ অগাস্ট। এবার উত্তরবঙ্গ কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। এমনকী পার্টি নেতৃত্বের সঙ্গে বৈঠকে থাকতে পারেন তৃণমূল নেত্রী। মানুষের সমস্যা জানতে কোনও কোনও এলাকাতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : করোনা স্বস্তি, দেড় মাসে ৩৬ হাজার বিয়ে

এর আগে বিধানসভা ভোটের প্রচারের সময় শেষবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো নিজে উত্তরবঙ্গে জোরাল প্রচার করেন। ফলে এবার বিধানসভা উত্তরবঙ্গেও ভালো ফলাফল করেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের ধারণা, এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কিছু ঘোষণাও করতে পারেন তিনি। একইসঙ্গে জন বারলা ও বিজেপির একটা মহল থেকে যে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে, সে ব্যাপারেও বিরোধিতা করে মুখ খুলতে পারেন তিনি।

Latest article