সংবাদদাতা, নলহাটি : বিজেপির মতো বিভেদের রাজনীতি নয়। উন্নয়নের রাজনীতি করুন। নলহাটির কর্মিসম্মেলন থেকে এই বার্তাই দেওয়া হল। শনিবার তৃণমূলের কর্মিসম্মেলন অনুষ্ঠিত হল নলহাটি থানার নওয়াপাড়ার উজিরপুর উচ্চবিদ্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়-সহ স্থানীয় নেতা-কর্মীরা।
আরও পড়ুন-মেধাতালিকায় ১০ পড়ুয়া সোনীদেবী জৈন হাইস্কুলের
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর থেকে সমস্ত কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প মানুষের তুলে ধরতে বলা হয়। পাশাপাশি, বিজেপির প্ররোচনায় কোনও প্রকার ফাঁদে পা না দেওয়ার কথা বলা হয়। এদিনের সভায় মহিলা বুথকর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকার শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ত্রিদিব ভট্টাচার্য। তৃণমূলে যোগ দিয়ে নবাগতরা বলেন, বিজেপি বিভেদের রাজনীতি করে। আর মানুষের কথা তারা ভাবে না। ত্রিদিব ভট্টাচার্য বলেন, বিজেপি শুধুমাত্র আগুন জ্বালাবার রাজনীতিতে বিশ্বাস। উন্নয়ন কী তারা জানে না। ধর্ম, মন্দির, মসজিদ এ-সব নিয়ে বিভেদের কথা বলে অশান্তি সৃষ্টি করে। দাঙ্গা লাগায়। বাংলার মানুষ বুঝতে পারছে, তাই প্রতিদিন দলে দলে তৃণমূলে যোগদান করছেন।