মেধাতালিকায় ১০ পড়ুয়া সোনীদেবী জৈন হাইস্কুলের

এই সাফল্যে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকারা ফেস্টুন ও ব্যানার দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রায় শামিল হন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রেকর্ড সাফল্যে উচ্ছ্বসিত দিনহাটা সোনীদেবী জৈন হাইস্কুল। মেধাতালিকায় রাজ্যে প্রথম হয়েছে স্কুলের ছাত্রী অধীশা দেবশর্মা-সহ মোট ১০ পড়ুয়া। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোপালনগর এমএসএস হাইস্কুল থেকে ৬ জন মেধাতালিকায় স্থান পেয়েছিল।

আরও পড়ুন-অন্য লড়াইয়ের জন্য প্রস্তুত রেণু

এবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হতেই দিনহাটা সোনীদেবী জৈন হাইস্কুলের ১০ জন মেধাতালিকায় জায়গা করে নিল। এই সাফল্যে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকারা ফেস্টুন ও ব্যানার দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রায় শামিল হন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। প্রধান শিক্ষক পিন্টু কর্মকার বলেন, ‘এই ফলাফলের পিছনে ছাত্রছাত্রীদের অধ্যবসায় এবং একাগ্রতা ছিল। শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রদের প্রতি যত্নবান। এইসব মিলিয়েই এই ফল মিলেছে। এ-ছাড়া লকডাউনের সময়েও নিয়ম মেনে অনলাইনে ক্লাস করেছে পড়ুয়ারা।’

Latest article