অন্য লড়াইয়ের জন্য প্রস্তুত রেণু

একই সঙ্গে তাঁর চিকিৎসাবাবদ দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল যে টাকা নিয়েছিল তা তারা ফিরিয়ে দেবে। এখন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে রেণুর।

Must read

প্রতিবেদন : সেরে উঠছেন কেতুগ্রামের রেণু খাতুন । আর কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে, বাড়ি গিয়েও নিয়মিত ড্রেসিং করাতে হবে। চলবে ওষুধ। তাঁর ক্ষত অনেকটাই সেরে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১০ দিন পরে কাটা হবে সেলাই। হাসপাতালের বদ্ধ পরিবেশ থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন-গঙ্গা ও দশহরা উৎসব

একই সঙ্গে তাঁর চিকিৎসাবাবদ দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল যে টাকা নিয়েছিল তা তারা ফিরিয়ে দেবে। এখন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে রেণুর। বাড়ি ফিরে নতুন করে অন্য লড়াই শুরু হবে রেণু খাতুনের। বাঁ হাতে লেখার পাশাপাশি সবকাজের অভ্যসও করতে হবে তাঁকে। রেণুর নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। এখন তাঁর বাড়ি ফেরার অপেক্ষা। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তাঁর জন্য কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে। এখন মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ-কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন রেণু খাতুন।

Latest article