সংবাদদাতা, শিলিগুড়ি : বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এবার অনাস্থা রাজ্য বিজেপিরই। তারই প্রতিফলন ঘটল শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ইস্তাহারে। প্রতিশ্রুতির যে তালিকা বিজেপি প্রকাশ করেছে তার সবটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। সীমান্তে পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ— তার সবটাই নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাহলে এই ইস্তাহার দিল্লির বিজেপির বিরুদ্ধে?
আরও পড়ুন-শৃঙ্খলাভঙ্গে বহিষ্কৃত ৩২
এই প্রসঙ্গেই গৌতম দেব বলেন, ‘‘বিজেপি তাদের ইস্তেহারে কী লিখেছে জানি না, শুনতে পেয়েছি সীমান্ত নিরাপত্তা অনুপ্রবেশের কথা উল্লেখ করেছে। বিষয়গুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর দেখে। এগুলি উল্লেখ করা মানে তারা মেনে নিচ্ছে যে বিজেপি সরকার অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ।’’ কয়েকদিন আগে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে বলেন, ‘দলবিরোধী কাজ করবেন না।’ কয়েকদিনের মধ্যেই বঙ্গ বিজেপি প্রমাণ করল তারা কেন্দ্রের বিরোধিতার পথেই হাঁটছে।