আদিবাসীদের জন্য দুয়ারে সরকারের শিবির

সোমবার তার প্রাক্‌মুহূর্তে তুফানগঞ্জে সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে সচেতন করেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি ও তুফানগঞ্জ : আদিবাসী জনজাতিদের জন্য বানারহাটের গয়েরকাটার চা-বাগান অধ্যুষিত অম্বাডিপা এলাকায় সোমবার থেকে শুরু হল দুয়ারে সরকারের বিশেষ শিবির। বাগান এলাকায় অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ চা-শ্রমিক। তাঁদের দুয়ারে সরকার শিবিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রকল্পের সুবিধা নেওয়া সম্ভব হয়ে ওঠে না।

আরও পড়ুন-কেন্দ্রের বিরোধিতায় বঙ্গ বিজেপি ইস্তাহার

তাই শুধু মাত্র তাঁদের জন্যই হয় এই শিবির। আম্বাডিপা এলাকায় এলাকায় বেলা ১১টা থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের জয় জোহর, লক্ষ্মীর ভণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে নিতে হাজির হন। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির। সোমবার তার প্রাক্‌মুহূর্তে তুফানগঞ্জে সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে সচেতন করেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু।

Latest article