১৫ জুন থেকে তিনমাস বন্ধ ডুয়ার্সের বনাঞ্চল

রায়গঞ্জ থেকে আসা এক পর্যটক জানালেন শুধুমাত্র এক শৃঙ্গীগন্ডার দেখার জন্য তাঁরা বারবার ছুটে আসেন এই গরুমারাতেই।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের বন্যপ্রাণী-অধ্যুষিত প্রতিটি বনাঞ্চল। তবে তিন মাস গভীর জঙ্গলে প্রবেশাধিকার না পেলেও চাইলে এলাকার বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভোগ করতে পারবেন পর্যটকরা। আগামী ১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে ডুয়ার্সের সমস্ত বনাঞ্চল। সরকারি নিয়মে ১৪ সেপ্টেম্বর থেকে ফের খুলে যাবে জঙ্গল। জানিয়েছেন, গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক। গভীর জঙ্গলে বন্যপ্রাণীদের প্রজনন ঋতুর কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

আরও পড়ুন-আদিবাসীদের জন্য দুয়ারে সরকারের শিবির

তাই এই তিন মাস পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যাতে কোনও ভাবেই এই সময় তারা বিরক্ত না হয়। রায়গঞ্জ থেকে আসা এক পর্যটক জানালেন শুধুমাত্র এক শৃঙ্গীগন্ডার দেখার জন্য তাঁরা বারবার ছুটে আসেন এই গরুমারাতেই। কলকাতা থেকে আসা উৎপল মণ্ডল নামে এক পর্যটক জানালেন তাঁরাও গন্ডার এবং বাইসন দেখার জন্যই এখানে আসেন সু্যোগ পেলেই। তার ওপর এবারের গন্ডারশুমারিতে গন্ডারের সংখ্যা বেড়েছে ফলে এখানে এলেই দেখা মিলছে গন্ডার, হরিণ, বাইসনের। তাই ডুয়ার্সের জঙ্গল বেড়ানো মানেই পর্যটকদের প্রথম পছন্দ গরুমারা।

Latest article