সংবাদদাতা, কাটোয়া : রূপকথার ‘ভূত’ হাজির বাস্তবে। আর তারই তাণ্ডবে তটস্থ কাটোয়ার আখড়া গ্রামের আচার্য পরিবার। এমনকী এসটিকেকে রোড লাগোয়া কাটোয়া ২ নং ব্লকের আখড়া গ্রামের উত্তরপাড়ায় আচার্যবাড়ির চৌকাঠে পা রাখছেন না গ্রামের কেউ। বাড়িতে গিয়ে দেখা গেল সকলের মুখে-চোখে আতঙ্কের ছাপ। ‘উঠোনের নিমগাছটা বিশাল হয়ে বাড়ির দেওয়ালের ক্ষতি করছে বলে গাছটা কেটে ফেলে আচার্য পরিবার।
আরও পড়ুন-এই সপ্তাহেই বর্ষা
ওই নিমগাছটাই নাকি ছিল ব্রহ্মদৈত্যের আস্তানা! পরিবারের কর্তা রণজিৎ আচার্য জানালেন, ‘‘তার পর থেকেই শুরু হয় আজব কাণ্ড-কারখানা। কখনও হাওয়ায় ভাসছে বাক্স-প্যাঁটরা, বড় বড় ট্রাঙ্ক নিজে থেকেই খুলে যাচ্ছে। বাসনকোসন ঝনঝন শব্দে মেঝেয় পড়ছে। নুন, তেল, মশলা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।’’ ঘটনার নেপথ্যে যে কারও কারসাজি রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কাটোয়া শাখার সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। বললেন, ‘‘এমন ঘটনা বহু জায়গায় ঘটে। শেষ পর্যন্ত দেখা যায়, এর পিছনে হয় কোনও পারিবারিক শত্রুতা রয়েছে, না হয় পরিবারেরই কেউ এমন কাজ করছে।’’