অশান্তি করলে কেউ রেহাই পাবে না : পুলিশ

এখনও পর্যন্ত মোট ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে। হাওড়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর-সহ বেশ কিছু জায়গায় পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা।

Must read

প্রতিবেদন : শান্তির স্বার্থে প্রশাসনের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিল রাজ্য পুলিশ। গুন্ডামি করলে, রাজ্যকে অশান্ত করার চেষ্টা করলে যে কাউকেই রেয়াত করা হবে না, সোমবার সাংবাদিক বৈঠকে একথা দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টির অভিযোগে ২০০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-ভূতুড়ে কাণ্ড আচার্যবাড়িতে

এখনও পর্যন্ত মোট ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে। হাওড়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর-সহ বেশ কিছু জায়গায় পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা। পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন তাঁরা। চারদিকের প্রতিটি ঘটনায় সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশের। চলছে এরিয়া ডমিনেশন। দোষীরা কেউ ছাড়া পাবেন না। প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এডিজির বক্তব্য, রাজ্যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করা হবে। তারা যে-ই হোক না কেন, তাদের খুঁজে বের করে আইনের সবচেয়ে কঠোর ধারায় শাস্তি দেওয়া হবে। তাঁর কড়া সতর্কবার্তা, কেউ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াবেন না।

আরও পড়ুন-এই সপ্তাহেই বর্ষা

সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হয়েছে। পুলিশ প্রতিটি ছোট-বড় ঘটনার দিকেই নজর রাখছে। ঘটনা ছোট হোক বা বড়, প্রতি ক্ষেত্রেই এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪২টি এফআইআর দায়ের হয়েছে। এমনকী পাথর ছোঁড়ার ঘটনাতেও এফআইআর হয়েছে। এডিজির কথায় হাওড়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। অশান্তিপ্রবণ টহলদারি চলছে। এরিয়া ডমিনেশন, পেট্রোলিং চলছে।

Latest article