ঘুম পাড়িয়ে ফের খাঁচাবন্দি করা হল বুড়িকে, চিড়িয়াখানায় তুলকালাম

খাঁচা থেকে আচমকা বেরিয়ে গেল শিম্পাঞ্জি। তারপর সোজা দৌড়। চিড়িয়াখানা চত্বর রীতিমতো চষে বেড়াল শিম্পাঞ্জি বুড়ি।

Must read

প্রতিবেদন: খাঁচা থেকে আচমকা বেরিয়ে গেল শিম্পাঞ্জি। তারপর সোজা দৌড়। চিড়িয়াখানা চত্বর রীতিমতো চষে বেড়াল শিম্পাঞ্জি বুড়ি। সোমবার সকালে ১০টা থেকে বেশ কিছু সময় ধরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক তৈরি হয় আলিপুর চিড়িয়াখানায়। হইচই পড়ে যায় আলিপুর চিড়িয়াখানায়। নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় প্রধান ফটক।

আরও পড়ুন-অশান্তি করলে কেউ রেহাই পাবে না : পুলিশ

শিম্পাঞ্জি বুড়িকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হয় চিড়িয়াখানার কর্মীদের। অবশেষে ছোঁড়া হয় ঘুমপাড়ানি গুলি। তারপর তাকে খাঁচাবন্দি করা হয়। ওই খাঁচায় মোট চারটি শিম্পাঞ্জি ছিল। সকালে এক কর্মী শিম্পাঞ্জিগুলিকে খাবার দিতে যায়। আর তখনই ঘটে বিপত্তি। বাকিরা চুপচাপ খাবার খেতে শুরু করলেও, ওই কর্মীকে এক প্রকার টপকে খাঁচা থেকে দৌড়ে বেরিয়ে পড়ে বুড়ি। ১২ দিন আগেও এই একই কাণ্ড করেছিল সে। তখন কোনওক্রমে তাকে বাগে এনেছিলেন কর্মীরা। ফের এমন ঘটনা। এই নিয়ে দ্বিতীয়বার খাঁচার বাইরে বেরিয়ে গেল বুড়ি। শিম্পাঞ্জির খাঁচার বাইরে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারের বেড়া রয়েছে। বুড়ি এবারও বেরিয়ে আসায় বিদ্যুতের ভোল্টেজ বাড়ানোর চিন্তা-ভাবনা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Latest article