সংবাদদাতা, কাটোয়া : কাটোয়া ১ নং ব্লকের সুদপুর পঞ্চায়েতের রায়েরপাড়া গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রির জোগাড়ে নির্মল হাজরা। তফসিলি জাতি পরিবারের সদস্য নির্মলের সংসারের দশা নুন আনতে পান্তা ফুরোনোর। ছেলে চন্দ্রকান্ত বাবাকে আরও আতান্তরে ফেলে দিয়েছেন। কারণ ছেলের উচ্চশিক্ষার খরচ মিলবে কোথা থেকে? স্থানীয় সুদপুর হাইস্কুলের ছাত্র চন্দ্রকান্ত ৪৮৬ পেয়েছেন।
আরও পড়ুন-ঘুম পাড়িয়ে ফের খাঁচাবন্দি করা হল বুড়িকে, চিড়িয়াখানায় তুলকালাম
হিসেব মতো রাজ্যের মধ্যে সম্ভাব্য ত্রয়োদশ। ভূগোলে ১০০ পাওয়া চন্দ্রকান্ত ভূগোল নিয়ে অনার্স-এমএ করে অধ্যাপনা করতে চান। প্রধান শিক্ষক দেবাশিস দে, ভূগোল শিক্ষক মলয়জিৎ কুণ্ডুরা বলছিলেন, ‘‘দারিদ্রের সঙ্গে যুঝে চন্দ্রকান্ত দেখিয়ে দিল বাধার বিন্ধ্যাচল কীভাবে হেলায় পার হতে হয়।’’ ছেলে নজরকাড়া রেজাল্ট করলেও ঘুম ছুটেছে কাটোয়ার দিনমজুর নির্মল হাজরার।