নয়াদিল্লি : অনলাইন বেটিং প্রচার নিষিদ্ধ হল। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইন বেটিং প্রচারের বিজ্ঞাপন নিষিদ্ধ করে একটি অ্যাডভাইসরি জারি করেছে। ভোক্তাদের আর্থিক এবং আর্থ-সামাজিক ঝুঁকি উল্লেখ করে প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়াকে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন থেকে বিরত থাকতে বলেছে সরকার।
আরও পড়ুন-বন্দুকবাজের হামলায় শিকাগোতে হত ৫
মন্ত্রকের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, বাজি ধরা এবং জুয়া খেলা দেশের বেশিরভাগ অংশে অবৈধ। এগুলি ভোক্তাদের, বিশেষত যুবক এবং কিশোরদের জন্য উল্লেখযোগ্য আর্থিক এবং আর্থ-সামাজিক ঝুঁকি তৈরি করে। অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপনগুলি ব্যাপকভাবে নিষিদ্ধ কার্যকলাপের প্রচারে প্রভাব ফেলে৷ মন্ত্রক বলেছে, অনলাইন বাজি ধরার বিজ্ঞাপনগুলি বিভ্রান্তিকর, এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯, কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট, ১৯৯৫ এর অধীনে বিজ্ঞাপন কোড এবং প্রেস কাউন্সিল আইন, ১৯৭৮ এর অধীনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সাংবাদিকতার আচরণের নিয়মগুলির সঙ্গে কঠোরভাবে অসঙ্গতিপূর্ণ।