শেয়ার বাজারে বড় ধস

সোমবার সপ্তাহের প্রথম দিনেই ধস নামল শেয়ার বাজারে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ ও জাতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন হয়।

Must read

প্রতিবেদন : সোমবার সপ্তাহের প্রথম দিনেই ধস নামল শেয়ার বাজারে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ ও জাতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন হয়। বিনিয়োগকারীদের ছয় লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। শেয়ার সূচক পতনের পাশাপাশি এদিন ডলারের তুলনায় টাকার দামও পড়েছে। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ খোলার সময় সূচক এক ধাক্কায় ১৪০০ পয়েন্ট পড়ে যায়। পাশাপাশি জাতীয় শেয়ার বাজারে সূচক ৩০০ পয়েন্ট কমে ১৫৯০০–তে নেমে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএসই সেনসেক্স সূচক আরও পড়ে।

আরও পড়ুন-অনলাইন বেটিং প্রচার নিষিদ্ধ

বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জ শেয়ার সূচক সেনসেক্স ১৪৫৬.৭৪ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ কমে ৫২৮৪৬.৭০ পয়েন্টে থিতু হয়। অন্যদিকে নিফটির সূচক ৪২৭.৪০ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে ১৫৭৭৪.৪০ পয়েন্টে দাঁড়ায়। এই নিয়ে পরপর দু’দিন শেয়ার বাজারে বড় মাপের ধস নামল। এদিন প্রায় সব সংস্থার শেয়ারের দাম পড়েছে। একইসঙ্গে ডলারের তুলনায় টাকার দাম আরও ৩৬ পয়সা কমেছে। ডলারের তুলনায় টাকার দাম এদিন দাঁড়ায় ৭৮.২৯। এই প্রথম ডলারের নিরিখে ৭৮-এর গণ্ডি পেরিয়ে গেল টাকার মূল্য, যা বিশেষজ্ঞদের রীতিমতো উদ্বেগে ফেলেছে। প্রবল মুদ্রাস্ফীতির দাপটে এমনিতেই ছন্নছাড়া চেহারা অর্থনীতির৷

Latest article