ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তনদের মাসিক পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর জুলাই মাস থেকেই চালু হচ্ছে এই বর্ধিত পেনশন।
উল্লেখ্য, এতদিন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পাঁচটি ধাপে পেনশন পেতেন। যাঁরা শুধু প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন, তাঁরা মাসিক পেনশন পেতেন ১৫ হাজার টাকা করে। সেই অর্থ দ্বিগুণ বেড়ে হয়েছে ৩০ হাজার টাকা। ২০০৩ সালের আগে যে ক্রিকেটাররা অবসর নিয়েছেন, তাঁরা এতদিন মাসিক পেনশন পেতেন ২২,৫০০ টাকা। এই টাকার অঙ্ক এবার থেকে বেড়ে হল ৪৫ হাজার টাকা। প্রাক্তন মহিলা ক্রিকেটাররা ৩০ হাজার টাকা করে মাসিক পেনশন পেতেন। সেটা বেড়ে হয়েছে ৫২ হাজার টাকা।
আরও পড়ুন- দই-চিঁড়ে মেলায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য
এছাড়া প্রাক্তন টেস্ট ক্রিকেটারদের পেনশন ৩৭,৫০০ থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা। সীমিত ওভারের ফরম্যাটের জাতীয় দলে খেলা প্রাক্তনরা পেনশন পেতেন ৫০ হাজার টাকা। তা বেড়ে হল ৭০ হাজার। এই প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সঙ্গতির কথা মাথায় রাখা বোর্ডের কর্তব্য। তাঁদের অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ এদিকে, বিসিসিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আইসিসিও।