অর্থনৈতিক সমস্যা ও জ্বালানি সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা এবার সপ্তাহে তিনদিন ছুটির পথে হাঁটছে। খবর বিবিসির। অবশ্য এই সুবিধার বাইরে রাখা হয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারীদের। তাঁরা বাদে অন্য কর্মচারীরা সপ্তাহে তিনদিন ছুটি কাটাবেন। মঙ্গলবার মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিনদিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমোদন করেছে।
আরও পড়ুন-বিশ্বময় মুদ্রাস্ফীতি
আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। জানা যাচ্ছে, শনি এবং রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি কাটাবেন। এই বাড়তি ছুটির দিনে তাঁরা তাঁদের বাসভান লাগোয়া বা অন্য কোনও পতিত জমি ব্যবহার করে নানারকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্যসংকট মোকাবিলায় কাজে দেবে। এমন চিন্তা থেকেই ছুটির দিনের সংখ্যা বাড়ানো হয়েছে।