বিশ্বময় মুদ্রাস্ফীতি

ভারতে মুদ্রাস্ফীতি সর্বকালীন রেকর্ড গড়েছে। গোটা বিশ্বেই মুদ্রাস্ফীতির জেরে অর্থনৈতিক বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে বলেই অর্থনীতিবিদদের দাবি।

Must read

ভারতে মুদ্রাস্ফীতি সর্বকালীন রেকর্ড গড়েছে। গোটা বিশ্বেই মুদ্রাস্ফীতির জেরে অর্থনৈতিক বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে বলেই অর্থনীতিবিদদের দাবি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, চলতি বছরভরই বিশ্বজুড়ে উল্লেখযোগ্য মুদ্রাস্ফীতির চাপ থাকবে। যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার মতো দেশও মুদ্রাস্ফীতির কারণে সংকটে পড়েছে।

আরও পড়ুন-ভোটের মুখে চাকরির গিমিক! তোপ বিরোধীদের

আমেরিকা যে অর্থনৈতিক চাপে রয়েছে, এখনই তার থেকে রেহাই মিলছে না। দেশটিতে খাদ্য ও জ্বালানির দামে ঊর্ধ্বগতি জনগণের পকেট খালি করছে। গত এপ্রিলে আমেরিকায় ভোগ্যপণ্যের দাম এক বছর আগের তুলনায় ৮.৩% বেশি ছিল। মজবুত অর্থনীতির এই দেশটিতে বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে ৮.৬ শতাংশে উঠেছে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। ব্রিটেনেও বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে ৯ শতাংশে উঠেছে, যা গত ৪০ বছরে সর্বোচ্চ। জার্মানিতে মুদ্রাস্ফীতি ৭.৯%।

Latest article