রাজকোষের অর্থ দেদার খরচ। উপলক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি। গুজরাত স্টেট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড ২ কোটি টাকার মিনারেল ওয়াটারের ব্যবস্থা করতে দরপত্র আহ্বান করেছে। আগামী ১৮ জুন গুজরাতের ভদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে। দেখা যাচ্ছে, শহরের লেপ্রসি গ্রাউন্ডের অনুষ্ঠানে ভদোদরা শহরের বিশিষ্ট ব্যক্তি ও অংশগ্রহণকারীদের পানীয় জল সরবরাহ করার জন্য ১ শতাংশ শ্রম সেস সহ ১.৯৮ কোটি টাকা অনুমোদন করেছে৷
আরও পড়ুন-মালদহের আমের মৌতাত দিল্লিতে
টেন্ডার নথিতে বলা হয়েছে, ২০ লিটার ধারণক্ষমতার মিনারেল ওয়াটার জগ, ১ লিটার, ৫০০ মিলি এবং ২০০ মিলি ধারণক্ষমতার মিনারেল ওয়াটার বোতল অনুমোদিত সংস্থাকে পরিবহণ, লোডিং, আনলোডিং ইত্যাদি খরচ সহ অনুমোদন জেলা কর্তৃপক্ষ অনুযায়ী হতে হবে। পানীয় জলের জন্য প্রাসঙ্গিক মানসম্পন্ন একটি ভাল ব্র্যান্ডের হতে হবে। এ-ছাড়াও আরও একগুচ্ছ দাবির কথা রয়েছে দরপত্রে৷ প্রধানমন্ত্রীর এক কর্মসূচিতেই জলের মতো টাকা খরচ শুধু জলের পিছনেই!