গ্রিন সিটি ও খেল সিটি তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। রাজ্যে এবার আরও দুটি নতুন টাউনশিপ তৈরি হতে চলেছে। নদিয়ার কল্যানী এবং হুগলির ডানকুনিতে গড়ে তোলা হবে অত্যাধুনিক এই টাউনশিপ। ইতিমধ্যে হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই মর্মে টাউনশিপ প্ল্যানারদের সঙ্গে একপ্রস্ত বৈঠকও করে ফেলেছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুটি নতুন টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন-কাবুল বিমানবন্দরে বিস্ফোরণকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দেওয়া হবে উপযুক্ত শাস্তি, হুমকি বাইডেনের
এছাড়াও হাওড়া ডুমুরজলার খেল নগরীতে তৈরি হতে চলেছে আরও একটি অত্যাধুনিক ও উন্নতমানের ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মেনেই এই ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করতে দরপত্র ডাকের বিজ্ঞপ্তি জারি করেছে হিডকো। যেখানে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন হিডকো কর্তৃপক্ষ। ৯০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া এই ফুটবল মাঠ তৈরি করার জন্য ১৮০ দিন ধার্য করা হয়েছে বলে হিডকো সূত্রের খবর।
আরও পড়ুন-অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে
উল্লেখ্য, হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরই ফিরহাদ হাকিম কলকাতার আশেপাশেই এই নতুন গ্রিন সিটি ও খেল সিটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার হিডকোর উদ্যোগেই এই দুই ধরনের নতুন শহর তৈরির পরিকল্পনা রয়েছে।