কাবুল বিমানবন্দরে বিস্ফোরণকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দেওয়া হবে উপযুক্ত শাস্তি, হুমকি বাইডেনের

Must read

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের ঘটনায় কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্পষ্ট জানালেন, বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তারা কোনোওভাবেই পার পাবে না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কড়া মাশুল গুনতে হবে।

আরও পড়ুন-অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে

বৃহস্পতিবার সন্ধেয় জোড়া বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান। বৃহস্পতিবার বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা দফতরের অফিসারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাইডেন। এমনকি তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করে দেন। তারপরেই দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, যারা এই আত্মঘাতী হামলা চালিয়েছে তাদের আমরা নিশ্চিতভাবেই খুজে বের করব। কৃতকর্মের জন্য তাদের ফল ভোগ করতে হবে।

আরও পড়ুন-কাল TMCP প্রতিষ্ঠা দিবস: ভাষণ চলাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সুযোগ ছাত্র-যুবদের

গতকালের এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আইএস বা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। বাইডেন আইএস এর বিরুদ্ধে কড়া অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীকে আত্মবিশ্বাস জুগিয়ে বাইডেন বলেছেন, আমাদের সেনারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে।আইএসকে তাদের কাজের জন্য উচিত শিক্ষা দেওয়া হবে। ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিককে ফিরিয়ে দেওয়ার সময়সীম বৃদ্ধি করা হবে কি না সে বিষয়ে অবশ্য বাইডেন কোনও মন্তব্য করেননি।

Latest article