প্রতিবেদন : দেশের প্রতিরক্ষা বিষয় সংক্রান্ত গোপন নথি ফাঁস ও পাচারের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। শুক্রবার রাতে তেলেঙ্গানার রাচাকোন্ডা থানার পুলিশ হায়দরাবাদের ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম দুক্কা মল্লিকার্জুন রেড্ডি ওরফে অর্জুন বিট্টু। বছর ২৯-এর এই যুবককে বালাপুরের মিরপেটের ত্রিবেণী নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন-ডায়মন্ডহারবারে ১১০ টন ইলিশ উঠল
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ধৃত যুবক হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। রাচেকোন্ডা থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত্র গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক মহিলা এজেন্টের কাছে পাচার করার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি সিমকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।