সম্মানিত, তবে প্রার্থী হতে রাজি নন ফারুক

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম প্রস্তাব করায় তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি নিজেকে গর্বিত বলেও জানিয়েছেন ফারুক।

Must read

নয়াদিল্লি : সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করার কথা জানালেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। গত ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দলের বৈঠকে বিকল্প হিসেবে ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করা হয়।

আরও পড়ুন-দেশের গোপন প্রতিরক্ষা তথ্য ফাঁস করে ধৃত

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম প্রস্তাব করায় তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি নিজেকে গর্বিত বলেও জানিয়েছেন ফারুক। শনিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিরোধীরা আমার নাম বিবেচনা করায় আমি গর্বিত। তবে সম্মানের সঙ্গেই নিজের নাম প্রত্যাহার করছি। আমি মনে করি জম্মু ও কাশ্মীর একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি এই অনিশ্চিত সময়কে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দিকেই আমার চেষ্টা জারি রাখব। ফারুকের কথায়, মমতাদিদি আমার নাম প্রস্তাব করেছেন, এতে আমি কৃতজ্ঞ।

Latest article