সরস্বতী দে, শিলিগুড়ি: কেন্দ্র একাধিক রাষ্ট্রাত্ব প্রকল্পকে বিক্রি করে দিচ্ছে এই নীতির তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদির এই নীতিকে সমালোচনা করে বলেছেন,‘দেশের সম্পত্তিকে কেউ যেন নিজের সম্পত্তি না ভাবে। এভাবে বিক্রি করা যাবে না।’
বস্তুত দেশজুড়ে ওঠা মোদি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন ইউনেস্কোর হেরিটেজ প্রকল্প দার্জিলিংয়ের টয় ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। রাগে ফুঁসছে উত্তরবঙ্গবাসী। স্বাভাবিক ভাবেই আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেড়িয়ে আসা অনিত থাপার নেতৃত্বে শুক্রবার সুকনা থেকে দার্জিলিং এর ঘুম পর্যন্ত সব কটি স্টেশনে বিক্ষোভ হয়।
আরও পড়ুন : জমি বিক্রি করে তদন্তের মুখে সিটু নেতা
এ বিষয়ে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন উত্তরবঙ্গ সহ দেশের গৌরব। উত্তরবঙ্গবাসীর আবেগ এর সঙ্গে জড়িত। বেসরকারি হাতে চলে গেলে এই খেলনা গাড়ির আনন্দ উপভোগ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। এসজেডিএর নব নিযুক্ত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘এ দেশ বেচার সরকার। একে একে সবই বেচে দিচ্ছে বিজেপি সরকার। ২০২৪ ই এদের শেষ। ততদিন ই বেচবেন।’
টয় ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তর বঙ্গের পাহাড় ও সমতলের আবেগ। একদিকে প্রায় দেড় বছর পর টয় ট্রেনের যাত্রা শুরু হওয়ায় পর্যটকেরা খুশি। সেখানে টয় ট্রেন বেসরকারি হাতে চলে গেলে অতিরিক্ত ভাড়া গোনার আশঙ্কায় ভুগছেন তাঁরা। এই অবস্থায় টয় ট্রেনের পথ চলা পর্যটকদের অভাবে আবার বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন পাহাড় সহ শিলিগুড়ির পর্যটন ব্যাবসায়ীরা।