প্রতিবেদন : একে অপরের সঙ্গে কথা বলার সময়ও ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এমনটাই বলছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একদল গবেষক। ওই গবেষকদের রিপোর্ট বলছে, কথাবার্তা বলার সময় সকলের মুখ থেকেই কমবেশি কিছু ড্রপলেট বেরিয়ে আসে। করোনায় আক্রান্ত ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসা ড্রপলেট সহজেই দ্বিতীয় বা তৃতীয় জনকেও সংক্রমিত করে।
আরও পড়ুন-সম্মানিত, তবে প্রার্থী হতে রাজি নন ফারুক
গবেষক দলটি দুই ব্যক্তির ওপর এই গবেষণা চালিয়েছে। তাঁদের মধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত এবং দ্বিতীয়জন সুস্থ। ওই দুই ব্যক্তির মধ্যে দূরত্ব ছিল চার থেকে ছয় ফুট। ওই দূরত্বে দাঁড়িয়ে তাঁরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। কথাবার্তা শেষ হওয়ার পর সুস্থ ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষা করা হয়। দেখা যায় সুস্থ ব্যক্তিটি করোনায় আক্রান্ত হয়েছেন। ঠিক এই কারণেই চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারেবারে মাস্ক ব্যবহারের কথা বলেছেন।