প্রতিবেদন : কলকাতা শহরের উন্নয়ন, সৌন্দর্যায়ন-সহ একাধিক বিষয় নিয়ে এবার বিশ্নের দুই আধুনিক শহরের কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে চলেছে কলকাতা পুরসভা। লন্ডন ও ম্যানচেস্টার, বিলেতের এই দুই বিখ্যাত কর্পোরেশনের সঙ্গে এবার একযোগে কাজ করবে কালকাতা পুরসভাও। এই উপলক্ষে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে সুসংহত মেগা সিটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন কলকাতার পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের থেকে হাতিয়ে নেওয়া সাইকেল, বাইক, নিলাম করে কয়েক কোটি ঘরে তুলল যোগী সরকার
এই সফরে ওই দুই কর্পোরেশনের সঙ্গে নাগরিক জীবনের নানা পরিষেবা ও পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে একাধিক মউ স্বাক্ষর করবেন পুরকর্তারা। এই প্রকল্পের কাজেই ব্রিটিশ সরকারের আমন্ত্রণ পেয়ে ২৭ জুন পুর কমিশনার বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিমের। কেন্দ্রীয় সরকারও তাঁদের লন্ডন যাত্রার সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু বর্ষা ঢলে আসায় সফর বাতিল করেন মেয়র। এই পরিস্থিতিতে লন্ডন সফরে কলকাতার প্রতিনিধিত্ব করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। ওই দুই শহরে নগরায়নের প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শন করবেন তাঁরা। কলকাতার সবুজায়ন, পরিবেশ প্রকল্পের কথাও তুলে ধরবেন ডেপুটি মেয়র। দিল্লি কলকাতা, আমেদাবাদের মতো পুরসভার মেয়রকে স্বল্প খরচে একাধিক মেগাসিটি প্রকল্প দেখতে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটিশ সরকার।