স্কুলেই ভেষজ উদ্যান, বাগানে প্রজাপতির গেরস্থালি

আস্ত প্রজাপতি উদ্যান। প্রজাপতির গোটা জীবনচক্রই দেখা যাবে। সঙ্গে ভেষজ উদ্যান। প্রকৃতির কোলে পড়ুয়াদের এক আশ্চর্য গবেষণাগার।

Must read

দেবর্ষি মজুমদার, সিউড়ি: আস্ত প্রজাপতি উদ্যান। প্রজাপতির গোটা জীবনচক্রই দেখা যাবে। সঙ্গে ভেষজ উদ্যান। প্রকৃতির কোলে পড়ুয়াদের এক আশ্চর্য গবেষণাগার। সিউড়ি থেকে বক্রেশ্বর বাসে দু’কিলোমিটার। পৌঁছে যাবেন এক নং ব্লকের কড়িধ্যায় যদু রায় উচ্চবিদ্যালয়ে। ভূমি ও ভূমিসংস্কার সচিব পি বি সেলিম জেলাশাসক বিধান রায়ের সঙ্গে ঘুরে গিয়েছেন। সৌরবিদ্যুতে চলে স্কুল।

আরও পড়ুন-দেশ বিক্রি করে দিচ্ছে কেন্দ্র

এছাড়া মাটির নিচ থেকে তোলা জল আবার নিচে পাঠানোর আয়োজনও আছে। সাত–আটটা কলের হাতধোয়া জল নল বেয়ে ২০ ফুট নিচে নেমে যায়। উচ্চমাধ্যমিক চলাকালীন দু’জন শিক্ষকের হাত কেটে গিয়েছিল। ‘বিশল্যকরণী’‌ আর ‘আয়াপান’‌ থেঁতলে বেঁধে দিতেই সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ। বিনা চিনি স্কুলে চায়ের আয়োজন হয়ে যায় ‘স্টিভিয়া’‌ পাতায়। প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষক ও শিক্ষাকর্মী ৩২ জন। পড়ুয়া হাজারের বেশি। কোভিড পর্বে শিক্ষকরাই গাছের যত্ন নিয়েছেন। প্রাক্তন প্রধান শিক্ষক তথা জীববিজ্ঞানের শিক্ষক ড. কল্যাণ ভট্টাচার্যই স্কুলে এই ভেষজ বাগানের পরিকল্পনা করেন। অ্যালোভেরা, বিশল্যকরণী জাদু–‌নিরাময় ঘটায়।

আরও পড়ুন-অগ্নিপথ: দেশজোড়া বিক্ষোভের গুঁতোয় ক্রমশ পিছু হঠছে কেন্দ্র

স্টিভিয়া পাতার মিষ্টত্ব চিনির পাঁচশো গুণ। ডায়াবেটিকরা নির্ভয়ে খেতে পারেন। কল্যাণবাবু ২০২০–র ফেব্রুয়ারিতে অবসর নেন। জেলা প্রশাসনের আর্থিক সাহায্যে নবকলেবর পেয়েছে উদ্যান। সরকারি সহায়তায় মাশরুম হাব গড়ে উঠতে চলেছে। মাশরুম দিয়ে পড়ুয়াদের মিড ডে মিল হতে পারবে। অন্য স্কুলে পাঠানোও যাবে। এই মডেল স্কুলের ঝুলিতে পুরস্কারের সংখ্যা কম নয়। দেশে স্বচ্ছ বিদ্যালয় প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।

Latest article