প্রতিবেদন : ৩৮ বছর বয়সেও সম্প্রতি অভাবনীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন। অতিমারির ধাক্কা, সন্তান, পরিবার সামলেও জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে নেমে অল্পের জন্য খেতাব হাতছাড়া করেছেন। নিজেকে যাচাই করতেই প্রায় চার বছর পর জাতীয় প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন। জুনিয়রদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে রুপো জিতে মৌমা দাস (Mouma Das) বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। সেই আত্মবিশ্বাস নিয়েই আরও বড় লক্ষ্য স্থির করে ফেলেছেন বঙ্গ টেবল টেনিসের আইকন। মৌমা (Mouma Das) চান, আগামী বছর এশিয়ান গেমসে নামতে।
আরও পড়ুন: এশিয়ান সাইক্লিংয়ে ভারতের ১০ পদক
তবে কাজটা কঠিন। কারণ, নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলে র্যাঙ্কিং বাড়াতে হবে তাঁকে। মৌমা বলছেন, ‘‘র্যাঙ্কিং আমার নিচে নেমে গিয়েছে। ছোট সন্তান সামলে কতগুলো টুর্নামেন্ট খেলতে পারব জানি না। এখনও নতুন মরশুমের ঘরোয়া এবং আন্তর্জাতিক সূচি প্রকাশিত হয়নি। কমনওয়েলথ গেমসের পর জানতে পারব, কী কী টুর্নামেন্ট আমার পক্ষে খেলা সম্ভব। তবে একবার যখন ফিরেছি, তখন তো এশিয়ান গেমসে নামার লক্ষ্য থাকবেই। আমি ট্রেনিংয়ের মধ্যেই আছি। তবে অনেক কিছু সামলে সেটা করতে হচ্ছে। আশা করি, নতুন করে ফের কোভিড পরিস্থিতি না এলে সব ঠিকঠাক চলবে। সেক্ষেত্রে টুর্নামেন্ট খেলে আমার র্যাঙ্কিংও বাড়িয়ে নিতে পারব।”
বন্ধু পৌলমী ঘটক অনেক আগেই অবসরের গ্রহে ঢুকে পড়েছেন। অ্যাকাডেমি গড়ে প্রতিভা অন্বেষণে জোর দিয়েছেন সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন। কিন্তু পৌলমীর থেকে সিঙ্গলসে দুটি জাতীয় খেতাব কম জেতা মৌমার এখনই অবসর-পরিকল্পনা নেই।