এশিয়ান সাইক্লিংয়ে ভারতের ১০ পদক

Must read

নয়াদিল্লি : সাইক্লিংয়ে ভারতের ঘরে অবশেষে এল পদক। দীর্ঘ ১৭ বছর পর এল এই সাফল্য। ভারতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে (Asian Track Cycling Championship) ৪ কিলোমিটার রেসে সিনিয়র মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। হারিয়েছে উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। নিঃসন্দেহে ভারতের জন্য বড় কৃতিত্ব।

আরও পড়ুন: দিল্লিতে মশাল দৌড়ে আনন্দ

জুনিয়র বিভাগেও এসেছে ৭টি পদক। প্যারা চ্যাম্পিয়নশিপেও ভারতের ঝুলিতে ৩টি পদক। সব মিলিয়ে এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে (Asian Track Cycling Championship) মোট ১০টি পদক জিতল ভারত। দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় দলের প্রধান কোচ ভি এন সিং বলেছেন, ‘‘সাইক্লিংয়ে ভারতীয়রা অনেক উন্নতি করেছে। এখন ভারতীয় দল শুধু রেস শেষ করছে না, পদকও জিতছে। ৮ বছর আগেও ভারত সাফল্য পেয়েছে। তবে পরিস্থিতি সহজ ছিল না।” ভারতীয় দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন ছায়ানিকা গগৈ, রেজিয়া দেবী, মীনাক্ষী, মনিকারা। তবে কোচ জানিয়েছেন, সকলের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য পেয়েছে ভারতীয় দল।

Latest article