দিল্লিতে মশাল দৌড়ে আনন্দ

Must read

নয়াদিল্লি : রাজধানীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪তম দাবা অলিম্পিয়াডের (44th Chess Olympiad) জন্য মশাল দৌড়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মশালটি ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ‘ফিডে’ সভাপতি আরকাদি ডভোরকোভিচ। এর পর মশালটি জ্বালিয়ে প্রধানমন্ত্রী সেটি তুলে দেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার তথা দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) হাতে। আগামী ৪০ দিনে এই মশাল ঘুরবে ভারতের ৭৫টি শহরে। প্রতিটি শহরেই সংশ্লিষ্ট রাজ্যের দাবার গ্র্যান্ডমাস্টাররা মশালটি গ্রহণ করবেন। মশালের শেষ গন্তব্য তামিলনাড়ুর মহাবলিপুরম। প্রসঙ্গত, ২৮ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত চেন্নাইয়ে বসছে ৪৪তম দাবা অলিম্পিয়াডের (44th Chess Olympiad) আসর। ১৯২৭ সাল থেকে শুরু হয়েছিল দাবা অলিম্পিয়াড। এই বছর থেকেই প্রথমবার শুরু হল মশাল দৌড়।

আরও পড়ুন: শচীন-রোহিতদের ফাদার্স ডে

Latest article