সংবাদদাতা, হাওড়া : শহরের নিকাশি সমস্যার সমাধানে বারবার বলা সত্ত্বেও কোনও উদ্যোগ নেই রেলের। টিকিয়াপাড়া রেল ইয়ার্ডের জল সংলগ্ন নোনাপাড়া ও আশপাশের এলাকাকে ফি বর্ষায় জলভাসি করে। এছাড়াও রেলের জায়গায় অবস্থিত রানিঝিল, হাওড়া কর্পোরেশনের ৪,৫ ও ৬ নম্বর এলাকায় রেলের কালভার্ট সংলগ্ন এলাকা সংস্কারের বিষয়ে রেলের কোনওই উদ্যোগ নেই। হাওড়া কর্পোরেশনের তরফে এই ব্যাপারে বহুবার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু রেলের তরফে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি।
আরও পড়ুন-সাসপেনশনের বিরুদ্ধে টোলপ্লাজায় বিক্ষোভ
এবারের বর্ষায় শহরবাসীকে জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে হাওড়া কর্পোরেশনের উদ্যোগে কয়েকমাস আগে থেকেই শহরের প্রতিটি নিকাশি নালা সংস্কার ও সাফাইয়ের কাজ চলছে। এই ব্যাপারে কেএমডিএ, এইচআইটি ও সেচ দফতরের তরফে হাওড়া কর্পোরেশনকে যথাযথ সাহায্য করা হচ্ছে। কিন্তু কর্পোরেশনের তরফে একাধিকবার রেলকে সাহায্যের আবেদন জানানো হলেও রেলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ব্যাপারে হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘উত্তর হাওড়ার একটি বড় অংশের রেলের জায়গায় অবস্থিত রানিঝিলে গিয়ে মিশেছে। পাশাপাশি টিকিয়াপাড়া রেল ইয়ার্ডের জল পুরোটাই কর্পোরেশন এলাকায় এসে পড়ে।
আরও পড়ুন-ফুটপাথ-স্টলে প্লাস্টিক নয়
সেইসঙ্গে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রেল কালভার্টের নিচের এলাকার জলও রেলের উদাসীনতার কারণে ঠিকঠাক বের হতে পারে না। এর ফলে উত্তর হাওড়া এবং বালির অনেক এলাকা এবারও জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকেই যাবে।’ হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি বলেন, আমরা অনেকবার রেলের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু নিকাশি সমস্যার সমাধানে রেলের কোনও উদ্যোগই নেই। যার ফলে এবারও অনেক এলাকায় জল জমে থাকার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে রেলের উদাসীনতার ফলে কাজের ব্যাঘাত ঘটছে। রানিঝিল রেল যেমন সংস্কার করছে না তেমনি আমাদেরও সেটা সংস্কার অনুমতি দিচ্ছে না।