সাসপেনশনের বিরুদ্ধে টোলপ্লাজায় বিক্ষোভ

নিবেদিতা সেতু টোলপ্লাজা কর্তৃপক্ষ ১৩ জন কর্মচারীকে অন্যায্যভাবে সাসপেন্ড করে রেখেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল আইএনটিটিইউসি

Must read

সংবাদদাতা, হাওড়া : নিবেদিতা সেতু টোলপ্লাজা কর্তৃপক্ষ ১৩ জন কর্মচারীকে অন্যায্যভাবে সাসপেন্ড(suspend) করে রেখেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল আইএনটিটিইউসি। তাদের বিরুদ্ধে তদন্ত করে কোনও দোষ না পাওয়া সত্ত্বেও তাদের কেন কাজে পুনর্বহাল করা হচ্ছে না তা জানতে চেয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেন আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার।

আরও পড়ুন-ফুটপাথ-স্টলে প্লাস্টিক নয়

অবিলম্বে ওই কর্মচারীদের কাজে পুনর্বহালের দাবিতে সোমবার প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে নিবেদিতা সেতুর সার্ভিস রোডে মিছিল করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। এই দাবিতে নিবেদিতা সেতুর টোলপ্লাজার কাছে আইএনটিটিইউসির তরফে অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে। প্রাণকৃষ্ণ মজুমদার বলেন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ-কর্মসূচি চলবে।

Latest article