সংবাদদাতা, পেটুয়াঘাট : পেটুয়াঘাট মৎস্যবন্দর সংলগ্ন সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের লোকজনকে আর্থিক সাহায্য দেওয়া হল। রবিবার, কাঁথি মীনভবনে জেলা মৎস্য দফতরে মৎস্যমন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে মৃত নয় মৎস্যজীবীর পরিবারের লোকজনের হাতে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। ডুবে যাওয়া ট্রলার ‘আল আমিন’-এর মালিক গোলাম হোসেন দেন ২০ হাজার টাকা এবং মৎস্যমন্ত্রী অখিল গিরি ১০ হাজার, মোট ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। মৎস্যমন্ত্রী ছাড়াও ছিলেন জেলা সহ মৎস্য-অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ, জেলা মৎস্য-অধিকর্তা সুজন মণ্ডল প্রমুখ।
আরও পড়ুন-হাসপাতালের বদলে ওঝা, বেঘোরে মৃত্যু স্কুলছাত্রীর!
মন্ত্রী বলেন, সরকারিভাবে অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে যে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার কথা, তার পদ্ধতিগত কাজ চলছে। সেই টাকা যাতে মৃত ওঁদের পরিবারের লোকজনের হাতে দ্রুত তুলে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।