প্রতিবেদন : করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে গণচেতনা গড়ে তুলতে মহানগরীতে প্রচারাভিযানে নামছে কলকাতা পুরসভা। বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বাড়ি বাড়ি গিয়ে ব্যাখ্যা করবেন পুরকর্মীরা। পুরসভার স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গিয়েছে, এক শ্রেণির নাগরিকের মধ্যে বুস্টার ডোজের প্রতি প্রবল অনীহা দেখা দিচ্ছে। অথচ করোনা ফের মাথাচাড়া দেওয়ায় অপরিহার্য হয়ে উঠেছে বুস্টার ডোজ। কিন্তু কাউকেই জোর করে দেওয়া যায় না টিকা।
আরও পড়ুন-সুপারকে সরিয়ে দেওয়া হল
তাই গণচেতনা গড়ে তোলার উপরেই বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষের দেওয়া তথ্য বলছে, ৪ লক্ষ ৩ হাজার ৮৪৪ জন নাগরিক এখনও পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন। ৬০ বছর এবং তার বেশি বয়সের ২ লক্ষ ৮৫ হাজার ৯৪ জন টিকা নিয়েছেন। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা মিলিয়ে বুস্টার ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৫৬ জন। বুস্টার ডোজ নেওয়া প্রথম সারির করোনা যোদ্ধার সংখ্যা ৬৫ হাজার ৬৯৪। তবুও অনেকেরই এখনও অনীহা।
আরও পড়ুন-রোনাল্ডোর ১৬ কোটির শখের গাড়ি দুর্ঘটনায়
এই অনীহা দূর করতেই গুরুত্ব দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপরে। বিশেষ করে বস্তি এলাকায় বুস্টার ডোজ নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পুরসভা চায় সবাইকে টিকাকরণ। এই লক্ষ্য নিয়ে আগামীতে পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। তার আগে শহরের বিভিন্ন এলাকায় প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে।