প্রতিবেদন : রাজ্যে বেসরকারি স্কুলের অনিয়ম সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে স্বাস্থ্য কমিশনের আদলে রাজ্যে শিক্ষা কমিশন গঠন করা হবে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন৷ তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী দিনে বিষয়টি বিল আকারে বিধানসভায় পেশ করা হবে। শিক্ষামন্ত্রী, বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন। তবে সরকার নীতিগতভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে চায় না।
আরও পড়ুন-বুস্টার ডােজের জন্য শহরে প্রচারাভিযান
কিন্তু মানুষের অসুবিধার কথা ভেবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে কমিশন তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে৷ বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিয়ে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কখনও অভিযোগ উঠছে স্কুল ফি নিয়ে, কখনও বা পরিকাঠামো, পঠনপাঠন সংক্রান্ত অন্যান্য বিষয়ে৷ কিন্তু সাধারণ আইন বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসনের উপর কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চায় না রাজ্য সরকার। কিন্তু এই শিক্ষা কমিশন তৈরি হলে, অভিভাবকদের অভিযোগ জানানোর একটা জায়গা হবে সেটি ৷
আরও পড়ুন-সুপারকে সরিয়ে দেওয়া হল
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, মূলত শিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আনতে এই কমিশন গঠনের কথা ভাবছে রাজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার পর পড়ুয়াদের বেতন নিয়ে আন্দোলনে নামে বেশ কয়েকটি স্কুলের অভিভাবকরা। স্কুলের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে কলকাতা হাইকোর্টও। সেই প্রেক্ষিতে কমিশন গুরুত্বপূর্ণ।